shopner bd
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার

  ক্রিকপোস্ট ডেস্ক ২৫ জুন ২০২১, ১৯:০৪

জশ বাটলার

শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলছে ইংল্যান্ড। এরই মধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ। এই দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা।

কার্ডিফে প্রথম ম্যাচে লঙ্কার দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জশ বাটলার একাই খেলেন অপরাজিত ৬৮ রানের ইনিংস। কিন্তু ওই ম্যাচেই ডান পায়ের পেশীতে ব্যথা পান।

পরে খেলা হয়নি দ্বিতীয় ম্যাচ। এমআরআই রিপোর্ট পাওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ডান পায়ের পেশীতে সূক্ষ্ম চিড় থাকায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না জশ বাটলার।

আগামী ২৯ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ২৬ জুন শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ ফজলুল বারী

কার্যালয়ঃ ১০/সি, বাসা- ৬বি, মিরপুর ১০, ঢাকা-১২১৫, বাংলাদেশ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯-২০২১ | ক্রিকপোস্টের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।