shopner bd
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৩ কার্তিক ১৪২৮

আইপিএল বদলে দিলো সিপিএলের সূচি

  ক্রিকপোস্ট ডেস্ক ১৮ জুন ২০২১, ১৫:১৫

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া আইপিএল শুরু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে। আরব আমিরাতের মাটিতে বাকি ম্যাচগুলো আয়োজনের সবুজ সংকেত পাওয়া গেলেও কিছু ঝামেলা তো ছিলই।

যেমনটা ভারতের ইংল্যান্ড সফরে ৫টি তেস্ট, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সূচি পরিবর্তনের চেষ্টা করেও পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সিপিএলের সুচি বদলাতে সফল হয়েছে বিসিসিআই।

আগামী ২৮ আগস্ট শুরু হবার কথা সিপিএল। যা শেষ হবে ১৯ সেপ্টেম্বর। অন্যদিকে আইপিএল শুরু কথা ১৮ সেপ্টেম্বর। আর এই আইপিএলে বিদেশি ক্রিকেটারদের বড় অংশই ক্যারিবীয় ক্রিকেটাররা।

তবে বিসিসিআইয়ের অনুরোধে উইন্ডিজ ক্রিকেট বোর্ড তিন দিন এগিয়ে নিয়েছে সিপিএল। অর্থাৎ নতুন সূচিতে সিপিএল শুরু হবে আগামী ২৫ আগস্ট থেকে। পর্দা নামবে ১৫ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে। এদিকে আগামী ২৪ আগস্ট পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ হবে উইন্ডিজের। সে অনুযায়ী ২৬ আগস্ট থেকেও শুরু হতে পারে সিপিএল। এক্ষেত্রে তিন দিনের বদলে দুই দিন এগুতে পারে সিপিএল।

আইপিএলের ১৪তম আসরে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবার পর করোনার উর্ধগতিতে বাকি থেকে যায় আরও ৩১টি ম্যাচ। যা এবার আরব আমিরাতের ৩টি মাঠে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ ফজলুল বারী

কার্যালয়ঃ ১০/সি, বাসা- ৬বি, মিরপুর ১০, ঢাকা-১২১৫, বাংলাদেশ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯-২০২১ | ক্রিকপোস্টের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।