ক্রিকপোস্ট ডেস্ক ১১ জানুয়ারি ২০২১, ২২:০৬
প্রতিটা সিরিজের আগেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে তাসকিন আহমেদের সঙ্গে। এর আগেও দল থেকে ছিটকে পড়েছেন শেষ মুহূর্তের ছোটের কারণে। এবারও হয়তো তেমনটাই ঘটতে যাচ্ছে এই পেসারের সঙ্গে।
উইন্ডিজ সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে টাইগাররা। সে অনুযায়ী সোমবারও রুটিন অনুযায়ী অনুশীলন করছিল বাংলাদেশ। দলের সঙ্গে অনুশীলনে আসেন তাসকিনও।
তবে অনুশীলনের সময় বল লেগে ফেটে যায় বাঁ হাতের আঙুল। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে উইন্ডিজ সিরিজে খেলাও।
জানা গেছে রাতেই তাসকিনের আঙুলে সেলাই দেওয়া হবে। এরপর জানা যাবে তিনি কতদিন মাঠের বাইরে থাকছেন।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, 'অনুশীলনের সময় ফেটে গেছে আঙুল। রাতে আঙুলে সেলাই দেয়ার পর বোঝা যাবে কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।'
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকার সঙ্গে যোগ হয় করোনা মহামারি। এরপর বিসিবি প্রেসিডেন্ট'স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করায় আবারও দলে ডাক পড়েছিল এই গতি তারকার। কিন্তু ছোট তাকে যদি খেলতে না দেয় শেষ পর্যন্ত তাতে হতাশ হওয়া ছাড়া আর কিছু থাকবে না তাসকিনের।
প্রধান সম্পাদকঃ ফজলুল বারী
কার্যালয়ঃ ১০/সি, বাসা- ৬বি, মিরপুর ১০, ঢাকা-১২১৫, বাংলাদেশ